আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বিদায়ে শোকে স্তব্ধ ফুটবল দুনিয়া। ফুটবল ঈশ্বরের চলে যাওয়া যেন কিছুতেই মেন নিতে পারছেন না ফুটবলপ্রেমীরা। তাইতো নানাভাবে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ফুটবল দুনিয়া। এমনই এক নিদর্শন দেখা গেল এবার ফুটবল মাঠে।
ফ্রেঞ্চ লিগের ম্যাচে ম্যারাডোনার স্মরণে অভিনব এক দৃশ্য দেখা গেল। ফ্রেঞ্চ লিগে স্ত্রাসবুর্গ ও স্তাদ রেনের খেলোয়াড়েরা ম্যাচের আগে তৈরি করেন এই নিদর্শন। খেলা শুরুর আগে দুই দলের ফুটবলার আর রেফারিরা ম্যারাডোনারকে স্মরণ করে দাঁড়িয়ে গেলেন ভিন্ন আঙ্গিকে। ম্যারাডোনার নামের আদ্যক্ষর ইংরেজি ‘এম’ তৈরি করলেন তারা।
গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে পৃথিবী থেকে চিরবিদায় নেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা। ৬০ বছর বয়সে মারা যান তিনি। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বেলা ভিস্তায় কঠোর গোপনীয়তার মধ্যে দিয়ে বাবা-মার পাশে সমাহিত করা হয় ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে।