আগামী ১০ ডিসেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের প্রচারণা ততই চাঙা হয়ে উঠছে। এ পর্যন্ত মোট পাঁচজন এ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
আপিলে বিএনপি প্রার্থী এলে নির্বাচনে আসতে পারে কিছুটা পরিবর্তন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত আলহাজ মো. আবু তাহেরের বড় ছেলে টেলিফোন প্রতীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ আবু ছাইব বাপ্পি এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ মুহাম্মদ আবু জাহের। জাতীয় পার্টির লাঙল প্রতীকে মোহাম্মদ শাহ আলম সরকার এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে মো. আল আমিন।
এ ছাড়া বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সেক্রেটারি সরকার জহিরুল হক মিঠুনের মনোনয়ন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ে এবং পরবর্তীতে আপিলেও বাতিল হয়ে যায়। ইতিমধ্যে তিনি হাইকোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।
নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন নৌকা প্রতীকে জাহাঙ্গীর খান চৌধুরী ও আনারস প্রতীকে মুহাম্মদ আবু জাহের। বাকি প্রার্থীদের তেমন একটা প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো ছিল না।
সাধারণ জনগণের মাঝে ইতিমধ্যে নৌকা ও আনারস প্রতীক নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। উপনির্বাচনকে সামনে রেখে দিন রাত প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার বিভিন্ন গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোট চাইছেন নৌকা প্রতীকের প্রার্থী। অপরদিকে প্রয়াত আবু তাহের স্মরণে মিলাদ মাহফিল ও পথসভা করে ভোট চাইছেন আনারস প্রতীকের প্রার্থী।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ প্রার্থীর সঙ্গে প্রচারণায় অংশ নিচ্ছেন। সব মিলিয়ে মানুষের মাঝে এ নির্বাচনে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
তবে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে কিনা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রচার-প্রচারণা আগামী ৮ ডিসেম্বর রাত ১২টায় শেষ হবে বলে তিনি জানান। তিনি বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের মোট কেন্দ্রের সংখ্যা ৬৫। ভোটকক্ষের সংখ্যা ৪৪৭। মোট ভোটার সংখ্যা এক লাখ ৬০ হাজার ২৪০ জন।