ইতালিয়ান সিরিআ'য় হোঁচট খেলো য়্যুভেন্তাস। বেনেভেন্তোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তুরিনের ওল্ড লেডিরা। দলের হয়ে একমাত্র গোল করা আলভারো মোরাতা এদিন যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
সিরিআ'তে য়্যুভেন্তাস-বেনেভেন্তো ম্যাচের আগে ম্যারাডোনাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামে য়্যুভেন্তাস।
বেনেভেন্তোর মাঠে ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। আলভারো মোরাতা এগিয়ে নেন দলকে। আর এ কাজে তাকে সহায়তা করেন চিয়েসা।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে লেতিজিয়ার গোলে সমতায় ফেরে বেনেভেন্তো।
বিরতি থেকে ফিরে ম্যাচ জুড়ে শুধু হলুদ কার্ড আর খেলোয়াড় বদলের পালা চলেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো যোগ করা সময়ে মোরাতার পাওয়া লাল কার্ড ড্র করার হতাশা আরো বাড়িয়েছে য়্যুভেন্তাসের।