নারীদের ঋতুচক্রকালীন ব্যথা প্রশমনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঠে এসেছে দেশের পুষ্টি বিজ্ঞানীদের গবেষণায়।
যুগান্তকারী গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে।
নারীদের বিশেষ সময় ব্যথা কমাতে 'ফাংশনাল ফুড' এর কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যেই এ গবেষণা চালানো হয়।
গবেষণার ফলাফলে জানা যায়, এই ফাংশনাল ফুড ব্যথা কমাতে যেমন কার্যকরী তেমনি কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ গবেষণা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন এন্ড ফুড সায়েন্সের অধ্যাপক ড. খালেদ ইসলাম ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্সের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক।