বান্দরবানে নানা আচারের মধ্য দিয়ে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব।
সকালে জেলার উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধবিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল সূত্রপাঠ, পঞ্চশীল প্রার্থনাসহ নানা আয়োজন ছিলো উৎসবে।
প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরিবার ও দেশের মঙ্গল প্রার্থনায় কঠিন চীবরদান অনুষ্ঠান উদযাপন করেন।