অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় হারের ধাক্কা। তারওপর আরেক দুঃসংবাদ বিরাট কোহলিদের জন্য। সিডনিতে প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদের নিয়ম ভাঙায় তাদের এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
দুই ফিল্ড আম্পায়ার রড টাকার এবং স্যাম নাগাজস্কি, টিভি আম্পায়ার পল রেইফেল এবং চতুর্থ আম্পায়ার জেরার্ড আবুদের অভিযোগের প্রেক্ষিতে এই শাস্তি দেন তিনি।
কোহলিরা তাদের ওপর আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেকে ৬৬ রানে হেরেছে ভারত।