জেমকন খুলনার বিপক্ষে এক ভিন্ন মোস্তাফিজকে দেখা গেল। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজেহাল প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তারকাসমৃদ্ধ খুলনা দল গুটিয়ে গেল মাত্র ৮৬ রানে।
মাত্র ৩ দশমিক ৫ ওভার বল করে রান দিয়েছেন ৫! এই ৫ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ৪টি। আর ইকোনমি রেট ১ দশমিক ৩০। ডট বল দিয়েছেন ১৮টি। যা টি টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক ফিগার!
ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবারে আক্রমণে আসেন মোস্তাফিজুর। সে ওভারে খরচ করেন ২ রান, ছিলেন উইকেটশূন্য। এরপর টানা তিন ওভারের স্পেলে ৪টি উইকেট নেন মোস্তাফিজুর। তার বোলিং তোপেই খুলনা অলআউট হয় ৮৬ রানে।
এর আগে বেক্সিমকো ঢাকার বিপক্ষেও দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। সেদিন মাত্র ৮৮ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের ঢাকা। মোস্তাফিজ নিয়েছিলেন ১৩ রানে ২ উইকেট। দুই ম্যাচে কাটার মাস্টার মোস্তাফিজের শিকার ৬ উইকেট। যা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ।