উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নৃপেন-আফজাল পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত তরুণ-শাহীন প্যানেলে ১১ সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আবদুর রহমান জানান, এক বছর মেয়াদের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৬ জন।