শেরপুরের শ্রীবর্দীতে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে ইটভাটার এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শ্রীবর্দী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবর্দী গ্রামের নিলয়িা সড়কের পাশে জলাশয় থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহারাদার।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাবু দীর্ঘদিন ধরে একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাস্তার পাশে ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবর্দীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।