ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দেশটির দুই সদস্যের প্রতিনিধিদল এখন ঢাকায়। শনিবার (২৮ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।
করোনাকালীন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই বাংলাদেশে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। এমন পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেবে বিসিবি মূলত তাই পর্যবেক্ষণ করবেন প্রতিনিধিদলের সদস্যরা। বাংলাদেশে আসার পর শনিবার (২৮ নভেম্বর) তাদের কোভিড টেস্ট করানো হবে। সেখানে নেগেটিভ রিপোর্ট আসলে আগামীকাল থেকে কাজ শুরু করবেন তারা। আগামী ২ ডিসেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।
সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে তাদের। এ ছাড়া টি-২০ ম্যাচও খেলবে দু'দল।