বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শহরের চৌরাস্তায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সদস্যসচিব সুচরিতা দেবসহ বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যেভাবে কটূক্তি করছেন তা কোনোভাবেই কাম্য নয়।
সমাজে কিছু মৌলবাদী গোষ্ঠী অপরাজনীতি শুরু করেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছাড়াও উদীচী শিল্পগোষ্ঠী, নিরাপদ সড়ক চাই ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।