ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে মোদি সরকারের গণহত্যা এবং বর্ণবাদী শাসন বন্ধের জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আফ্রিকান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের (আজাদ কাশ্মীর) প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে সরদার মাসুদ খান ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে দখলদারের ঔপনিবেশ স্থাপন বন্ধে ওআইসি এবং আফ্রিকান ইউনিয়নের প্রতি আহ্বান জানান।
নাইজারের নিয়ামে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। ২৮ নভেম্বর পর্যন্ত এ সভা চলবে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির প্রতিনিধি দলের অংশ হয়ে সেখানে যান তিনি।
স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাশ্মীরীদের আত্মপরিচয়ের অধিকার আদায়ে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ায় ওআইসি‘র কনটাক্ট গ্রুপের প্রতিষ্ঠাকালীন সদস্য নাইজারকে ধন্যবাদ জানান মাসুদ খান।
তিনি বলেন, কনটাক্টগ্রুপ তৎকালীন ওআইসি মহাসচিব হামিদ আলগাবিদ ছাড়াও নাইজারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবাধানে গঠন করা হয়।
কাশ্মীর ইস্যুতে নাইজার সরকার এবং দেশটির সাধারণ মানুষের অবিচল অবস্থানে জম্মু এবং কাশ্মীরের জনগণ কৃতজ্ঞ বলেও জানান মাসুদ খান।
গেলো শতাব্দীতে বেশ কয়েকটি আফ্রিকার দেশ উপনেবিশ শাসন থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর তারা জাতিসংঘের সদস্যপদ পেয়েছে। যোগ করেন তিনি।
মাসুদ খান আরো বলেন, ১৯৪৭ সালে নিজেদের স্বাধীনতা এবং আত্মপরিচয়ের অধিকার অর্জনে সংগ্রাম শুরু করে কাশ্মীরীরা। জম্মু এবং কাশ্মীরের একটা বড় অংশ ভারতের কাছে বন্দি বলেও জানান তিনি।
বলেন, চলতি বছরের সবশেষ প্রান্তিকে ২০ লাখের বেশি হিন্দুকে অবৈধভাবে জম্মু কাশ্মীরে বসতি গড়তে দিয়েছে মোদি সরকার। উপত্যকার জনমিতি পরিবর্তন করার লক্ষেই নয়াদিল্লি এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের প্রস্তাবনা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অব্যাহত এ আচরণ জম্মু এবং কাশ্মীরের জনগণ কখনো মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।
জম্মু এবং কাশ্মীরের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিতে আফ্রিকান ইউনিয়ন এবং ওআইসিতে নিজেদের প্রভাবকে নাইজার কাজে লাগাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাসুদ খান।
ভারত এবং পাকিস্তান জম্মু এবং কাশ্মীরের অধিকাংশ অংশ দখল করে আছে। পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে তারা। ছোট একটি অংশ দখলে করে আছে চীন।
১৯৪৭ সালে দেশভাগের পরে ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে- তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুইবারই যুদ্ধ হয়েছে কাশ্মীর ঘিরে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের কয়েকটি গোষ্ঠী ভারতের শাসনের বিরুদ্ধে, স্বাধীন ভূখণ্ড অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার জন্য সংগ্রাম করছে।