কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দূর্গাপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে নাজমুল হাসান সজল ও বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার আমির হোসেনের ছেলে সোহাগ।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে চান্দিনায় যাওয়ার জন্য একটি মোটরসাইকেলে রওনা হয় সজল, সোহাগ ও শান্ত। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় সজল ও সোহাগ নিহত দুজনের কথা শুনেছি। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।