করোনা মোকাবিলায় অনন্য এক দৃষ্টান্ত এখন কম্বোডিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় একজন মানুষেরও মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও সাড়ে তিনশ’র নিচে। পূর্বের সার্স ভাইরাস থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে দেশটি করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
গত ২৭ জানুয়ারি প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় কম্বোডিয়ায়। ২০০৩-২০০৪ সালে আরেক ভাইরাস সার্সের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় দেশটি। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু থেকেই করোনা মোকাবিলায় সীমান্ত বন্ধ করে দেয়ার পাশাপাশি নানামুখী পদক্ষেপ নেয় কম্বোডিয়া সরকার।
সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় স্বাস্থ্যখাতে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশটির জনগণকে বাধ্য করে প্রশাসন।
জন সাধারণের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। চলাফেরা নিয়ন্ত্রণে আইনও পাশ করে কম্বোডিয়া। পূর্ব অভিজ্ঞতা থাকায় দেশটির জনগণও সরকারের আরোপ করা বিধি-নিষেধ সানন্দে মেনে নেন।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সামাজিক আচার পালন ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করোনা নিয়ন্ত্রণে বেশ ভূমিকা রেখেছে। এছাড়া কোয়ারেন্টিন নিশ্চিতসহ জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপের কারণে করোনা মোকাবিলায় সফল হয়েছে কম্বোডিয়া।