ভারি বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে সৌদি আরবের জেদ্দা শহরেরও পথঘাট। বহু বাড়িঘর আর যানবাহন ডুবে আছে বন্যার পানিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার আঘাত হানার পর ভারতের তামিলনাড়ুর চেন্নাই আর পদুঁচেরি শহর এখন লণ্ডভণ্ড। বড় বড় বহু গাছপালা উপড়ে পড়ে আছে রাস্তায়। হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি।
বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে দিন পার করছেন এসব এলাকার বাসিন্দা। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাত হবে জানিয়ে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া দফতর।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঝড়টি দুর্বল হতে হতে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে আরও কয়েক দিন বৃষ্টিপাত হতে পারে। বিশাল আকারের সব গাছপালা রাস্তায় উপড়ে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এসব সরিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া বন্যার পানিতে প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ওরল্যান্সের রাস্তাঘাটও। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় মারাত্মক যানযটের সৃষ্টি হয় রাস্তায়। দুর্গত এলাকা থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছেন জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।