করোনার ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকা ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনে ত্রুটি ধরা পড়ায় ভ্যাকসিনটি আবারও ট্রায়ালের জন্য নেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা। অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি এ ভ্যাকসিনে বেশি কার্যকরী ফলাফল পেতে আগের তুলনায় ডোজ কমিয়ে আনা হবে এবারের ট্রায়ালে।
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে আরও কার্যকরী ফলাফল পেতে এর পরবর্তী ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের রাশিয়ার স্পুটনিক ফাইভের সাথে মিশিয়ে প্রয়োগের পরামর্শ দিয়েছেন রুশ গবেষকরা।
এদিকে, আগামী সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন হাতে পাবে যুক্তরাষ্ট্রবাসী, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হলেও ধীরে ধীরে সবাইকেই ভ্যাকসিন দেয়া হবে বলে জানান তিনি।
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্স ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য মানবদেহে প্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার নিউরোসাইন্স সেন্টারের প্রধান ডক্টর এমভি পদ্মা শ্রীবাস্তবসহ আরও তিন স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের দেহে এই ভ্যাকসিন দেয়া হবে বলেও জানা যায়।