‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজকে ঘিরে বাকযুদ্ধ শুরু হয়েছিল করণ জোহর ও মধুর ভান্ডারকরের মধ্যে। মধুরের অভিযোগ, করণ তার শোয়ের নাম চুরি করেছেন। যা অনৈতিক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল করণ জোহরকে।
শেষ পর্যন্ত, নিজের ভুল স্বীকার করেছেন করণ। ক্ষমাও চেয়েছেন মধুর ভান্ডারকরের কাছে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চেয়েছেন বলিউডের এ প্রযোজক-পরিচালক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবৃতিতে করণ জানান, বিষয়গতভাবে প্রজেক্ট দুটি আলাদা। নামের কারণে মধুর ভান্ডারকর আপত্তি জানাবেন সেটা ভাবতে পারেননি করণ। তার আশা, ভবিষ্যতের কথা ভেবে এই বিতর্ক দূরে সরিয়ে রেখে নতুন কাজে মন দেবেন।
নেটফ্লিক্সের নতুন এ সিরিজে বলিউডের তারকা পত্নীদের জীবনযাপনের গল্প তুলে ধরা হবে। এরই মধ্যে কয়েকটি পর্বের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। তাতে অংশ নিয়েছেন সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ খান, চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে, সমীর সোনির স্ত্রী নীলম কোঠারি।
ওদিকে, ‘বলিউউ ওয়াইভস’ নামের একটি শো করছেন মধুর ভান্ডারকর।