আফগান যুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার লেফট্যাটেন্ট জেনারেল রিক বুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আফগানিস্তানে দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছিল তা প্রমাণ হয়েছে। সব কিছু বিচার বিশ্লেষণ করেই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার এই সামরিক কর্মকর্তা বরখাস্তকৃত ১৩ সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেননি। সামরিক বাহিনীর প্রতি সম্মান রেখেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন: ভারতে রণক্ষেত্র
আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনে প্রকাশ হয়। ঐ প্রতিবেদনে ৩৯ বেসামরিক আফগান নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় জড়িত ছিলেন অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর ১৯ জন সদস্য। তবে এই ১৯ সেনা সদস্য কারা সেটি তখন ওই প্রতিবেদনে বলা হয়নি।
৪২৩ প্রতক্ষ্যদর্শীর সাক্ষাৎকার নেয় তদন্তকারী দল। ২০ হাজারের বেশি নথি এবং ২৫ হাজারের বেশি ছবি পর্যালোচনা করেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসে বলে খবর প্রকাশ করে আল-জাজিরা।