শীতের শুরুতেই চাঁদপুরের পাইকারি বাজারে নানা সবজির সরবরাহ বেড়েছে। এতে দামও কমতে শুরু করেছে।
প্রতিদিন ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে সবজির চালান নিয়ে ছোটেন ব্যবসায়ীরা। ফলে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম। জেলার অন্যতম পাইকারি সবজির হাট চাঁদপুরের পালবাজারে শীতের শুরুতে নানাজাতের সবজির সরবরাহ বেড়েছে। লাউ, বেগুন, মিষ্টি কুমড়ো, করলা, ধনেপাতাসহ সব ধরনের সবজি মিলে এ বাজারে।
শুধু স্থানীয় বাজারেই নয়, আশপাশের জেলার সবজির চাহিদা মেটানো হচ্ছে এই বাজার থেকে। সরবরাহ বেশি আর দাম নাগালের মধ্যে থাকায় পাইকারি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে খুশি।
চাঁদপুর পাইকারি কাঁচামাল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক মৃধা জানান, গুণগতমান ভালো এবং বিষমুক্ত হওয়ায় চাঁদপুর থেকে প্রতিবেশি দেশ ভারতেও ধনেপাতা রফতানি হচ্ছে।
শীতের শুরুতেই মৌসুমে এই সময় প্রতিদিন চাঁদপুরের এই বাজারে অর্ধকোটি টাকার সবজির বেচাকেনা হয়।