সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মাঠে অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কুস্তি খেলা। বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় রামনগর গ্রামের খেলোয়াড়দের হারিয়ে বিজয়ী হয় সংগ্রামপুর গ্রামের খেলোয়াড়রা। নিজেদের মধ্যে সৌহার্দ ও সম্প্রতির বন্ধন সুদৃঢ় করতে দুই গ্রামের মুরুব্বিরা কুস্তি খেলার আয়োজন করেন। এতে ৬০ জন খেলায় অংশ নেয়।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার হাওর তীরবর্তী সংগ্রামপুর খেলার মাঠ। শত শত দর্শক। অপেক্ষায় কে হবে দাওয়াতি কুস্তি খেলায় বিজয়ী।
সুনামগঞ্জে শত বছরের কুস্তি খেলার এ আয়োজন। এক গ্রাম অন্য গ্রামের লোকদের আমন্ত্রণ ও আপ্যায়ন করে আয়োজন করে খেলার। আয়োজক গ্রামের মানুষের একদিন এক রাতে দাওয়াতি গ্রামের মানুষ ও খেলোয়াড়দের গরু, খাসি জবাই করে ভাত খাওয়ান। পরদিন খেলা শুরু হয় মাঠে।
নিজেদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতেই এ খেলার আয়োজন বলছেন খেলোয়াড়সহ আয়োজকরা। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার ভাটি এলাকায় ঐতিহ্যবাহী দাওয়াতি কুস্তি খেলার প্রচলন রয়েছে।