করোনা বিধিনিষেধ উপেক্ষা করে কাতার সফররত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে কাতার আর্মি দলের প্রস্তুতি ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৩ শ মত প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের হারে কিছুটা হতাশ হলেও আগামী ৪ ডিসেম্বরের মূল ম্যাচে কাতারের বিরুদ্ধে বাংলাদেশ জয়লাভ করবে এমনটাই প্রত্যাশা প্রস্তুতি ম্যাচ দেখতে আসা প্রবাসীদের।
বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে খেলতে আসা বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা ভাল হলো না কাতার আর্মি দলের বিপক্ষে। ৩-২ গোলে হারতে হয়েছে বাংলাদেশ দলকে।
এ দিন কাতার আর্মি দলের সাথে প্রস্তুতি ম্যাচ দেখতে হাজির হয়েছেন ৩ শ মত প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের হারে কেউ কেউ হতাশ হলেও আবার অনেকে প্রাণবন্ত ম্যাচ দেখে খুশি। তাদের ধারণা মূল ম্যাচে ভাল ফুটবল খেলবে জামাল ভুঁইয়ারা। এদিকে ফুটবল জাদুকর ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন খেলা দেখতে আসা প্রবাসীরা।
২৮ নভেম্বর একই মাঠে কাতার লুসাইল স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আল দোহেল স্পোর্টস ক্লাব, আব্দুল্লাহ বিন খালিফা স্টেডিয়ামে।