কিশোরগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারে করে মাদক পাচার করার সময় একজনকে আটক করেছে ভৈরব থানা-পুলিশ। এ সময় ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টায় ভৈরবের ঢাকা-সিলেট-মহাসড়কের নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতের নাম রুবেল মিয়া (২৫)। রুবেল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাদরাইল গ্রামের আ. মমিনের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর আসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে পিকঅ্যাপ ভ্যানে গ্যাস সিলিন্ডারের ভেতরে করে মাদক পাচার হচ্ছে। এটা কে প্রহরা দিয়ে নিয়ে আসছে দুই মোটরসাইকেল আরোহী। এমন খবরে ভৈরব থানা-পুলিশের নির্দেশনায় নিউটাউন এলাকায় চেকপোস্ট বসায় এসআই মুতিউজ্জামান। ভোর ৫টায় পিকঅ্যাপসহ মোটরসাইকেল আরোহী চেকপোস্ট এলাকায় আসে। এ সময় হোন্ডা আরোহী দুজন পালিয়ে যায়। আটক করা হয় পিকঅ্যাপ ভ্যানটি। পিকঅ্যাপে তল্লাশি চালিয়ে ১০টি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। তার মধ্য দুটি সিলিন্ডারের ওজন অস্বাভাবিক হওয়ায় এগুলো কেটে ভেতর থেকে ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা হয় পিক অ্যাপভ্যানটি। গ্রেফতার করা হয় চালক রুবেলকে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, মাদক পাচারকারীরা যতই কৌশল বদল করুক না কেন কোনও অবস্থাতেই রক্ষা পাবে না। মাদকের সঙ্গে কোনও আপস নয়।