নাটোর শহরের স্টেশন বড়গাছার কারবালা মোড় এলাকায় ছাত্রীনিবাসে মৌমিতা নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মৃদুলা ছাত্রীনিবাসের নিজ কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। সিংড়া উপজেলার আয়েশ গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে মৌমিতা খাতুন। বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, করোনার কারণে কলেজ বন্ধ থাকায় তিনি বাড়িতেই ছিলেন। গত সোমবার তিনি বাড়ি থেকে ছাত্রীনিবাসে আসেন। মৌমিতা বৃহস্পতিবার দুপুরে খাবারের পর তার কক্ষের দরজা বন্ধ করে দেন। বিকেলে ছাত্রীনিবাসের অন্য সদস্যরা জানালা দিয়ে মৌমিতার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে মৌমিতার মরদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।