আফগানিস্তানে ৩৯ বেসামরিক নাগরিক হত্যায় জড়িত স্পেশাল সার্ভিস রেজিমেন্টের সদস্যদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, প্রতিরক্ষা বিভাগ থেকে আফগানিস্তানে যুদ্ধাপরাধে জড়িত স্পেশাল ফোর্সের সদস্যরা বহিষ্কারপত্র পেয়েছেন।
এবিসি নিউজকে প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্রের বলেন, রাষ্ট্রীয় আইন এবং প্রতিরক্ষানীতি অনুযায়ী আফগানিস্তানে নিয়োজিত অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্সের (এডিএফ) সদস্যদের বিরুদ্ধে প্রতরক্ষা বিভাগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
গেলো সপ্তাহে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বিস্তারিত একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, তাদের স্পেশাল ফোর্সের সদস্যরা আফগানিস্তানে অন্তত ৩৯ বেসামরিক নাগরিককে হত্যায় জড়িত ছিল।
এডিএফ’র ইনসপেক্টর জেনারেলকে প্রধানে করে গঠিত ব্রেরেটন প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান ফোর্স আফগানিস্তানে বেসামরিক নাগরিক এবং বন্দিদের হত্যা করেছে। অনুসন্ধানে সেসব বিষয়ে অকাট্য দলিল- প্রমাণ তারা পেয়েছে। ২৫ জন সাবেক এবং বর্তমান এডিএফ সদস্য ভয়াবহ এ অপরাধে জড়িত।
তদন্তে বেড়িয়ে আসা ভয়াবহতার বর্ণনা দিয়ে এডিএফ’র পক্ষ থেকে আফগানিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল অ্যাঙ্গাস ক্যাম্পবল। বলেন, অস্ট্রেলিয়ান সেনা সদস্যদের যে কোনো অপরাধের জন্য আন্তরিকভাবে, অকপটে ক্ষমা প্রার্থনা করছি। আফগান ডিফেন্স ফোর্সের প্রধান জেনারেল ইয়াসিনের সঙ্গে সরাসরি কথা বলে এ বার্তা আমি তাকে পাঠিয়েছি।