আর্জেন্টিনার পর ইতালিই ছিল ফুটবল জাদুকরের দ্বিতীয় ঘর। নাপোলিতে খেলতেন তিনি। তাই তো তার প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছেন না নাপোলিবাসী। করোনার লকডাউন ভেঙে শোকগাথা নিয়ে রাস্তায় নামেন তারা।
ইতালির মানুষ এখনও বিশ্বাস করতে পারছেন না প্রাণপ্রিয় ম্যারাডোনা আর নেই! ফুটবল আকাশের নক্ষত্রের পতন কেন এমন অসময়ে হবে?
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ সারা বিশ্বের মানুষ। ইতালির জনসাধারণ ও ফুটবলপ্রেমীদের শোকটা যেন একটু বেশিই। ইতালির সঙ্গে ছিল ম্যারাডোনার প্রত্যক্ষ ও নিবিড় সম্পর্ক। দক্ষিণ ইতালির অখ্যাত দল নাপোলি ক্লাবে টানা কয়েক বছর তিনি নিয়মিত খেলেছেন। সাধারণ একটা দলকে নিজের একক প্রচেষ্টায় পাইয়ে দেন কয়েকটি শিরোপা।
মৌসুমের জাতীয় কোপা ইতালিয়া, ইউরোপা কাপ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা তুলে দিয়েছিলেন নাপোলি ক্লাবকে। আর্জেন্টিনাকেও দিয়েছেন বিশ্বকাপের শিরোপা।
তার মৃত্যুতে নাপোলির রাস্তার চলছে শোকগাথা। ইতালির বাংলাদেশ কমিউনিটির মধ্যেও ভাসছে ব্যথার সুর।
যত দিন ফুটবল থাকবে তত দিন দিয়েগো ম্যারাডোনার নাম থাকবে। তার তুলনা কেবল তিনিই।