দীর্ঘ চার দশক পূর্বে নির্মিত ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে অধিগ্রহণকৃত ভূমির বকেয়া মূল্য পরিশোধসহ বর্তমান বাজার মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক দানা মিয়া বলেন, তৎকালীন সময়ে (১৯৭৬-৭৭ সালে) আমরা ১৬ হাজার টাকা মৌজা মূল্যে ভূমি বিক্রি করেছিলাম। ওই সময় টাকা পেলে বর্তমানে আমি আরো ভূমির মালিক থাকতে পারতাম। চাষ করে খেতে পারতাম। গত ৪৫ বছর ধরে আমরা সকল কৃষকরা এটা থেকে বঞ্চিত হয়ে আসছি। বর্তমান সরকার আমাদের বকেয়া পাওনা ভূমির মূল্য বর্তমান মৌজার দাম অনুযায়ী পরিশোধ করতে হবে। আমাদের এখানে বর্তমানে মূল্য প্রতি শতক ৯ লাখ টাকা। বর্তমান মূল্যে যদি আমরা টাকা পাই তাহলে আমরা মালিক থাকব অন্যথায় আমরা সবাই ভূমিহীন হয়ে যাব।
অপর ভূমি মালিক হুমায়ুন কবীর বলেন, বাপ-দাদার আমল থেকে ন্যায্য ভূমির পাওনা টাকার আশায় আছি। সরকার আমাদের পাওনা বর্তমান মৌজা দামে দিতে হবে। অন্যথায় আমরা পথে বসে যাব।
মানববন্ধনে উপস্থিত আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী সফিউল্লা মুন্সি জানান, “স্বাধীনতা পরবর্তী গত চার দশক পূর্বে ১৯৭৬-৭৭ সালে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়কটি নির্মাণ করা হয়। সে সময় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার ভূমি মালিক কৃষকদের কাছ থেকে মাত্র ১৬ হাজার টাকা মৌজা মূল্যে ভূমি অধিগ্রহণ করা হয়। ওই সময়ে এলাকার অনেক ভূমি মালিক কৃষকদের একাধিকবার ভূমির মূল্য প্রদান করা হলেও পুরো টাকা কাউকেই বুঝিয়ে দেয়া হয়নি। এ নিয়ে জেলা প্রশাসকের এলএ শাখায় মামলা চলমান আছে।
তিনি আরো বলেন, কৃষকদের সাহায্যের জন্য আমরা এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন তিনি যেন এই ব্যাপারটা বিবেচনা করেন।