ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউটের পথে এক ধাপ এগিয়ে গেলো লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন ইডেন হ্যাজার্ড ও রদ্রিগো।
চ্যাম্পিয়নস লিগের এক বাঁচা-মরার লড়াইয়ে, ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলে জিনেদিন জিদানের দল।
ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ইন্টারের ডি-বক্সে, নাচো ফার্নান্দেজ ফাইলের শিকার হন। আর তখনই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগে স্পট কিক থেকে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল করেন ইডেন হ্যাজার্ড।
এক গোলে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় রিয়ালের। ১১ মিনিটে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পায় তারা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মাদ্রিদ।
৩৩ মিনিটে ম্যাচের উত্তেজনা আরো বেড়ে যায়। রিয়ালের ডি-বক্সে ভিদাল পড়ে যান। এতে পেনাল্টির জন্য রেফারির কাছে জোরালো আবেদন করেন। কিন্তু তিনি তা নাকচ করে দেন। তাতেই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন। এতে ভিদাল আরো ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে তেড়ে গেলে দ্বিতীয়বার হলুদ কার্ড পান তিনি। ফলে মাঠ ছাড়তে হয় এই চিলিয়ানকে। পরে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় ইন্টারকে।
বিরতির পর, ১০ জন নিয়েই পাল্টা আক্রমণের চেষ্টা করে ইন্টার। কিন্তু কোন সুযোগই কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৫৯তম মিনিটে আরেকটি গোল হজম করে স্বাগতিকরা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রদ্রিগো গোল করে রিয়ালকে এগিয়ে নেন।
ম্যাচের বাকি সময় দু'দলের আর কেউ গোল দেখা পায়নি। ফলে, রিয়াল মাদ্রিদ ইতিহাসের প্রথমবারের মতো ইন্টারের মাঠ থেকে ২-০ গোলের জয় পায়। আর এই জয়ের মাধ্যমে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে রিয়াল।