বিশ্ব ফুটবলের সেরা শিল্পী ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোকাহত আর্জেন্টিনার চিরশত্রু ফুটবলের আরেক দেশ জার্মানি। দেশটির ফুটবল কিংবদন্তী থেকে শুরু করে ক্লাব ও ভক্তকুল শোকে মুহ্যমান।
‘শান্তিতে থেকো ইতিহাসের সেরা হে ফুটবলার, আমি শোকাহত হে সেরা সারথী, অথবা বিদায় বন্ধু দিয়েগো- তুমি ছিলে অবিশ্বাস্য সেরা খেলোয়াড়।’ কিংবা ‘তোমাকে খুবই মিস করবো, কারণ তুমিই ফুটবলের সেরা শিল্পী, অথবা তুমি ইতিহাসের সেরা সেনসেশনাল।’- ঠিক এমন সব আবেগী বার্তায় ম্যারাডোনার জন্য শোক জানিয়েছেন জার্মান ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তরা।
জাতীয় দলের কোচ জোয়াকিম লো, কিংবদন্তি ফুটবলার লোথার মাথিউস, ইউরগ্যান ক্লিন্সম্যান, রুডি ভোলার, ইউরগ্যান ক্লপ, কার্ল হাইঞ্জ রুমিনিগেসহ জার্মান ফুটবল লীগের সঙ্গে সংশ্লিষ্টরা শোকবার্তায় আবেগ আপ্লুত সব মন্তব্য করেছেন। মৃত্যু সংবাদ অনেকেই হঠাৎ করে শুনে অবাক।
এক জার্মান দম্পতি বলেন, আমাদের ম্যারাডোনা নেই। এতো অল্প বয়সে চলে যাবেন বিশ্বাসই করতে পারছি না। তিনি ছিলেন সবার সেরা ফুটবলার। ম্যারাডোনা মানেই ঈশ্বরের হাত, যাকে ছাড়া জার্মানি ও আর্জেন্টিনার খেলাই জমতো না। আমরা শোকাহত। আমাদের কাছে ম্যারাডোনাই সেরা।
জার্মান অনেক ভক্তের কাছে ৬০ বছর বয়সী প্রয়াত ম্যারাডোনা পারিবারিকভাবেই আদর্শ ফুটবলার।
তারা বলেন, ম্যারাডোনার অকাল প্রয়াণে খেলোয়াড় হিসেবে আমরা শোকাহত, তিনি ছিলেন আমার দাদার, বাবার ও আমার আদর্শ। ম্যারাডোনার চিরবিদায়ের ক্ষতি অপূরণীয়। তিনি পৃথিবীকে আরও অনেক কিছুই দিতে পারতেন।
শৈল্পিক ফুটবল জনকের এমন চলে যাওয়াতে বুধবার রাতের উয়েফার সব ম্যাচে এক মিনিট নীরবতা পালন করে দলগুলো।