ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাস এবং পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই পাওয়ার টিলার যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের কালুর ঘাট থেকে সততা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট শাহজালাল (র.) মাজার শরিফে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পাওয়ার টিলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলার চালকসহ ৩ জন নিহত হয়।
নিহতরা হলেন, পাওয়ার ট্রলি চালক শরিয়ত উল্লাহ ধান ব্যবসায়ী রমজান আলী ও তার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আক্তার হোসেন। তারা বিজয়নগর উপজেলার আমতলী বাজার থেকে ঢেউটিন নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের সবার বাড়ি বিজয়নগর উপজেলার চর ইসলাম গ্রামে। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হননি।
বাস যাত্রী আবুল কাশেম ও ইউনুস মিয়া জানান, তারা বাসের সামনে বসা ছিলেন। পাওয়ার টিলারে বাতি না থাকায় হঠাৎ করে পাওয়ার টিলারটি চলন্ত বাসটির সামনে এসে পড়ে। এরপরই এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করি। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।