ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার (২৫ নভেম্বর) সকালেই ঢাকায় পা রাখেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
তিনি যে, এই মুহূর্তে দলীয় প্রশিক্ষণ পরিচালনা করবেন তা নয়। তবে তিনি বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, দু-একদিনের মধ্যে ফিরে আসছেন ডমিঙ্গো। তবে কোচিংয়ের বাকি সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করেই ফিরবেন তারা।
আকরাম খান বলেন, সামনে যেহেতু বড়দিন (২৫ ডিসেম্বর), আমাদের বোর্ড সভাপতি বলেছেন, আগে প্রধান কোচ এসে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখুক, এরপর পুরো দল যখন পূর্ণ উদ্যমে অনুশীলন শুরু করবে তখন অন্য স্টাফরা যোগ দেবেন।
বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ করেই বাংলাদেশ ছেড়েছিলেন ডোমিঙ্গোসহ অন্য কোচিং স্টাফরা। কোভিড-১৯ সংক্রমণের কারণে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মাধ্যমে আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সময় অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ একটি দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজের অনুশীলন শুরু হবে বড়দিন উৎসবের পর।