টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিয়ারমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ফেরত আনা হয়।
বাংলাদেশি ৯ জেলে হলেন- মো. নুরুল আলম (৪৮), ইসমাইল হোসেন (১৯), মো. ইলিয়াছ (২১), মো. ইউনুছ (১৬), মোহাম্মদ আলম (কালু) (১১), সাইফুল (১৭), সলিম উল্লাহ (২৫), নুর কামাল (১৩), মো. লালু মিয়া (২৩)। এরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীরদ্বীপ এলাকার স্থায়ী বাসিন্দা।
বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জউ লিং অং নেতৃত্ব দেন।
এর আগে গত ১০ নভেম্বর নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমার চলে গেলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জেলেকে ফেরত পাঠানো হয়।