ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দুজন অধ্যাপক। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানীর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। তিনি ইংরেজি বিষয়ের অধ্যাপক। তিনি ঢাকা বোর্ডে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক মু. জিয়াউল হক আগামী মাসে অবসরে যাবেন বলে জানা গেছে।
অপরদিকে সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রমা বিজয় সরকার। তিনি অধ্যাপক মো. আবদুল কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক মো. আবদুল কুদ্দুস এরই মধ্যে অবসরে গেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ-২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত চেয়ারম্যান নিয়োগের পৃথক আদেশে বলা হয়, নিয়োগকৃত চেয়ারম্যানরা নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। তারা পদসংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি পাবেন।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. রমা বিজয় সরকার। তিনি ঢাকার তিতুমীর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপন জারি করে তাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
সিলেট শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। গত মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন বোর্ডের সচিব মোস্তফা কামাল।
রোববারে (২৯ নভেম্বর) নতুন চেয়ারম্যান কাজে যোগদান করতে পারেন। সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান ড. রমা বিজয় সরকারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।