গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদিতে সংঘর্ষে আহত কালাই ফকির (৪৫) নামে আরও একজন নিহত হয়েছেন। নিহত কালাই ফকির মুকসুদপুর উপজেলার দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে।
এর আগে গত ২৩ নভেম্বর ( সোমবার) মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধ নিয়ে সংঘর্ষে কালাম শেখ নামে এক যুবক নিহত হন। আহত হয় আরও ২০ জন। তাদের মধ্যে কালাই ফকিরসহ ৩ জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।