সোমালিয়ায় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী মোগাদিসুর পাশেই গাড়ি বিস্ফোরণে আহত হন আরও অনেকে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করে অজ্ঞাত হামলাকারীরা। এ ঘটনার দ্বায়ভার এখনো স্বীকার করেনি স্থানীয় কোনও জঙ্গিগোষ্ঠী।
পুলিশের এক সদস্য ইব্রাহিম মোহাম্মেদ তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সিকে বলেন, মোবাইল বোমের মাধ্যমে রাস্তার পাশে পুলিশের গাড়িতে হামলা হয়। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে মোগাদিসু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িতদের এখনো আটক করতে পারেনি নিরাপত্তা সদস্যরা। গ্রেফতারে শহরের বিভিন্নস্থানে অভিযানে চালানো হচ্ছে।
আরো পড়ুন: রোহিঙ্গা সুরক্ষায় নির্দেশনা অনুযায়ী আদালতে মিয়ানমারের দ্বিতীয় প্রতিবেদন
সোমালিয়া ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আলকায়েদা এবং জঙ্গি গোষ্ঠী আলশাবাব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে গত দুই কয়েক দশক ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে তারা। তাদের হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।