সরকারের নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান গত ২৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও আগামী সোমবার (৩০ নভেম্বর) অফিস করবেন বলে জানা গেছে।
শপথ নেওয়ার পর বুধবার (২৫ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নবনিযুক্ত প্রতিমন্ত্রী অফিসে আসতে পারেন বলে ধর্ম-মন্ত্রণালয় থেকে ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুত ছিলেন সব কর্মকর্তা-কর্মচারীরাও।
তবে আনুষ্ঠানিকভাবে দফতরবণ্টন করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় বুধবার ধর্ম মন্ত্রণালয়ে অফিস করেননি তিনি। বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদ ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: করোনামুক্ত হলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার
এদিকে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে যাচ্ছেন টুঙ্গিপাড়া জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে সমাধি কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেবেন ধর্ম প্রতিমন্ত্রী।
এরপর প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর কবর জিয়ারত করবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরবেন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার নতুন প্রতিমন্ত্রীর অফিস করার সম্ভাবনা নেই। তবে সোমবার তিনি প্রথম অফিস করার পাশাপাশি মন্ত্রিসভায় যোগদান করবেন।
উল্লেখ্য, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন সন্ধ্যায় তাকে শপথ পাঠ করান। গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীশূন্য ছিল।