নীলফামারীতে রাজনৈতিক দলে শতকরা ৩৩ ভাগ নারীর অংশগ্রহণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেমক্রেসিওয়াচ-এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটির নেতারা ছাড়াও নারী জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তপন কুমার রায়, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান এতে বক্তব্য দেন।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে নারীর অংশগ্রহণ ৩৩ ভাগ নিশ্চিতকরণ এবং কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর দাবি জানান তৃণমূলের নারী জনপ্রতিনিধিরা।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজিতা জেসমিন আক্তার।