করোনামুক্ত হলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। করোনার মৃদু লক্ষণ নিয়ে তিনি গত ২ নভেম্বর করোনা টেস্ট করান এবং ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর দ্বিতীয়বার টেস্ট করলে করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিছুদিন বাসায় বিশ্রামের পর তিনি পুনরায় অফিস কার্যক্রম শুরু করেন।
উল্লেখ্য, কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।তিনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে নেদারল্যান্ডস বাংলাদেশ এ্যাম্বাসি, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন।