চলতি আমন মৌসুমে চাল সংগ্রহের সরকার নির্ধারিত মূল্য বাড়ানো না হলে বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি সরকারের সঙ্গে চাল সরবরাহের কোনো চুক্তি করবে না বলে ঘোষণা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বগুড়ার রেড চিলি রেস্টুরেন্টের সভাকক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা শেষে এ সিদ্ধান্ত নেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক লায়েক আলী, বগুড়া জেলা চাউল কল মিল মালিক সমিতির সভাপতি, আমিনুল হক দুদু, দিনাজপুর মিল মালিক সমিতির সহ-সভাপতি, প্রতাপ সাহা পানু, নেত্রকোনা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক উজ্জল সাহা, নওগাঁ জেলার সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, রংপুরের শামসুল ইসলাম দুদু, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি এরফান আলী।
সংগঠনের সভাপতি আব্দুর রশিদ জানান, চুক্তি সম্পাদনের তারিখ ২৬ নভেম্বর নির্ধারণ থেকে সরকারকে সরে এসে সময় দেয়া এবং ধানের দামের সাথে চালের মূল্য সমন্বয় করার দাবি জানানো হয়।