চ্যাম্পিয়ন্স লিগে বিগ ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান। আসরে অস্তিত্ব রক্ষার মিশনে মাঠে নামবে দুই জায়ান্ট। রাতের আরেক ম্যাচে আটালান্টাকে আতিথ্য দেবে লিভারপুল। আর, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি'র প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। সবগুলো ম্যাচ শুরু হবে বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায়।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং হওয়ার পর থেকেই আলোচনায় ছিলো রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান। কাগজে কলমে অন্যদের তুলনায় সহজ প্রতিপক্ষ হওয়ায়, দুই ক্লাবকেই নক আউটে তুলে ফেলেছিলো বিশ্লেষকরা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ঘুম ভাঙে সবার। নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগে, গ্রুপের তলানিতে এখন এই দুই জায়ান্ট।
সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নেই লস ব্লাঙ্কোদের। লিগে শেষ ৫ ম্যাচে তিনবার পয়েন্ট খুইয়েছে জিদানের দল। আন্তর্জাতিক বিরতির পর ইনজুরির লিস্ট বড় হওয়ায়, কপালের ভাঁজ আরো চওড়া হয়েছে জিজুর।
নেরাজ্জুরিদের অবস্থাও যে খুব ভালো তা কিন্তু নয়। জয়-পরাজয়ের মিশ্র অনুভূতিতে সময় কাটছে তাদের। তবে, রিয়ালের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ফর্মটা ভাবাচ্ছে অ্যান্তোনিও কন্তেকে। সঙ্গে, অতীত পরিসংখ্যানটাও স্বস্তি দিচ্ছেনা ইতালিয়ানদের। শেষ লড়াইটাও যে জিতেছে মাদ্রিদিস্তারা।
রাতের আরেক ম্যাচে আটালান্টাকে আতিথ্য দিতে প্রস্তুত লিভারপুল। আসরের ৬ বারের শিরোপা জয়ী দলটা ম্যাচের আগে আছে একেবারেই নির্ভার। ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে না জেতার কোন কারণই নেই ইয়ুর্গেন ক্লপ বাহিনীর সামনে।