মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তে ইলিশের কদর অনেক বেড়ে গেছে। বেড়েছে দেশীয় তাজা নানা রকম মাছের সরবরাহ। ইলিশের ক্রেতা বেড়ে যাওয়ায় কেজি প্রতি দাম বেড়েছে ১শ' টাকা। তবে অন্যান্য মাছের দাম কমেছে ১০ টাকা ৫০ টাকা পর্যন্ত।
ভোরের আলো ফুটতে না ফুটতেই মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া আড়ৎ ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠে। হাঁকডাকে বিক্রি হয় ইলিশসহ তাজা সব রকমের মাছ। আড়তগুলো ভরপুর রূপালী ইলিশে। ৩০টি জেলে নৌকার এক মহাজনই বিক্রি করেছেন ৭ লাখ টাকার ইলিশ।
অর্ধশতাব্দীর প্রাচীন এই হাটে ইলিশের কদর ব্যাপকহারে বেড়ে গেছে। সরবরাহ থাকলেও ক্রেতা বেশি থাকায় দাম চড়া। তবে অন্য মাছের দর কমতি।
আড়তে গড়ে প্রতিদিন বিক্রি হচ্ছে ২০ মেট্রিক টন ইলিশ। শুক্রবার এখানকার বন্দর মাঠে দেশের প্রথম ইলিশ উৎসব হচ্ছে। তাই খুশি মৎস্যজীবীরা।
আড়াই ঘণ্টার এই হাটে ২৯টি আড়ত ও ১৫০ জন বিক্রেতা প্রায় কোটি টাকার মাছ বিক্রি করেছেন।