নাটোরের পাইকারি বাজারে সরবরাহ বাড়তে থাকায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। তবে, এতে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর হলেই নাটোরের শহরের স্টেশন বাজারের পাইকারি সবজির বাজারে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে। এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে।
দুই সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম নেমেছে চার ভাগের এক ভাগে। বিক্রেতারা জানান, এই বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়, মুলা ৫ টাকা, শিম ২৫-৩০ টাকা, বরবটি ২৮-৩০ টাকা, করলা ৩০ টাকা, পেঁপে ১২-১৫, টমেটো ৭-৮০, ফুলকপি ১৫-২০ টাকা ও প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ১৩-১৫ টাকায়।
বন্যা ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজি আবাদ করে কৃষকরা ভালো লাভের আশা করেছিলেন। তবে দাম কমে আসায় লোকসান হচ্ছে বলে দাবি তাদের। তবে দাম কমে আসায় খুশি সাধারণ মানুষ। কৃষকরা বলছেন, সবজির দাম কমতে থাকায় উৎপাদন খরচ ওঠাই মুশকিল।
প্রায় দেড়শ বছরের পুরোনো নাটোর শহরের এই পাইকারি সবজির বাজারে প্রতিদিন প্রায় ৫শ' মণ সবজি বেচাকেনা হচ্ছে।