পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী দেশের মধ্যে প্রসিদ্ধ জেলা। এরই মধ্যে জেলার কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছে মুড়ি পেঁয়াজ আবাদে। তবে এ বছর বীজের দাম বেশি হওয়াতে বিঘা প্রতি খরচ বেড়েছে অনেক। তারপরও অনেক কৃষকই পেঁয়াজ আবাদে এ বছর লাভের আশা করছে।
দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ১৪ শতাংশ রাজবাড়ীতে উৎপাদিত হয়। জেলায় দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়ে থাকে। মুড়ি পেঁয়াজ আর গুটি পেঁয়াজ। অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয় মুড়ি পেঁয়াজ রোপণ। জেলার বিভিন্ন এলাকায় এখনো মুড়ি কাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারে আসে এ পেঁয়াজ। এক বিঘা জমিতে ১০ মন ছোট আকারের পেঁয়াজ রোপণ করা হয়। উৎপাদন হয় বিঘা প্রতি ৫০ থেকে ৬০ মন।
এ বছর ছোট আকারের পেঁয়াজের দাম বেশি থাকায় কৃষকের খরচ বেড়েছে কয়েক গুণ।
বুধবার ( ২৫ নভেম্বর ) সকালে পেঁয়াজ চাষি রোস্তম শেখ, রমজান আলী ও খবীর উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, শ্রমিক আর সার কীটনাশক মিলে ৮০ থেকে ৯০ হাজার টাকা প্রতি বিঘায় খরচ হচ্ছে। এ বছর বন্যার কারণে পেঁয়াজ রোপণ দেরিতে হলেও অনেক কৃষকই পেঁয়াজ আবাদে লাভের আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এ বছর জেলায় ৫ হাজার হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজ আবাদ হচ্ছে। আর গত বছর আবাদ হয়েছিল ৪ হাজার ৫৬৮ হেক্টর জমিতে।