জাতীয় কাউন্সিলের প্রায় এক বছর পর ধর্মবিষয়ক সম্পাদকের শূন্যপদ পূরণ করেছে আওয়ামী লীগ। এই পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে নিয়োগ দেওয়া হয়েছে। দলের কক্সবাজার জেলা এই সভাপতিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা ধর্মবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন অনুমোদন করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।
ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি সম্পাদক পদ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। আগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।