বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র- নিজের মন্ত্রিসভার ছয় গুরুত্বপূর্ণ সদস্যকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদের মধ্যে পুরোনো মুখ ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, নানা সঙ্কট সমাধানে বিভিন্ন দেশের সঙ্গে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র।
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন এবং মন্ত্রিসভায় কে কে ঠাঁই পাচ্ছেন সে বিষয়ে আগেই আভাস দিয়েছিল মার্কিন গণমাধ্যম। মঙ্গলবার চূড়ান্ত হওয়া ছয়জনকে পরিচয় করিয়ে দিলেন তিনি।
এ সময় ট্রাম্পের মেয়াদে ক্ষতিগ্রস্ত মার্কিন ভাবমূর্তি পুণরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন বাইডেন।
একে একে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বাইডেন প্রশাসনের ছয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা। নয়া পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, বিশ্ব দরবারে ইতিবাচক প্রভাব ফেরাতে কাজ করবেন তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেন, 'আমাদের উচিত সবার সাথে কাজ করা। ভাবমূর্তি কিছুটা ক্ষণ্ণ হলেও, আমাদের এখনো সমর্থন আছে। আমি বলতে চাই বিশ্বের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আমাদেরই নেতৃত্ব দিতে হবে।'
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ট্রাম্প প্রশাসন। তবে বাইডেন প্রশাসনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জন কেরি বললেন, বৈশ্বিক এই সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন রাষ্ট্রীয় নিরাপত্তা দফতরে দায়িত্ব পাওয়া আলেহান্দ্রো মেয়রকাস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাক সুলেভান, প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া এভ্রিল হেইন্সসহ নয়া মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য।