ছেলের সঙ্গে কুমার শানুর বাকযুদ্ধ থামছেই না। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন শানুর ছেলে জান। বিগ বসের আসর থেকে বের হয়েই বাবার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন জান।
সম্প্রতি বাবার বিরুদ্ধে অভিযোগ করে কুমার শানু প্রথম স্ত্রীর সন্তান জানান, মা রীতা ভট্টাচার্য এক হাতে বড় করেছেন, তাদের বড় হওয়ার পিছনে বাবার কোনো হাত নেই। এ অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন কুমার শানু।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, জান যে দাবি করেছে তা একেবারেই ঠিক নয়। বিগ বসে যাওয়ার আগেও সে আমার সঙ্গে দেখা করেছে। রীতার সঙ্গে বিচ্ছেদের সময় তার দাবি অনুযায়ী বাংলো বাড়ি থেকে শুরু করে সব দিয়েছি।
জনপ্রিয় এ গায়ক আরও জানান, বিচ্ছেদের পর ছেলেদের সঙ্গে দেখা করতে পারতেন না তিনি। কারণ রীতার কাছেই ছিল ছেলেদের দায়িত্ব। এছাড়া দেশের বাইরে একাধিক অনুষ্ঠান থাকার কারণেও প্রথম পক্ষের ছেলের সঙ্গে দেখা করতে পারতেন না কুমার শানু।
বাবা যদি তাদের জন্য কিছু না করে তাহলে জান যেন কুমার শানুর পরিবর্তে রীতা ভট্টাচার্য লেখে। ছেলের প্রতি এমন পরামর্শই দিয়েছেন কুমার শানু।