বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের ১ম ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এছাড়া ঐচ্ছিক অনুশীলন করেছে রাজশাহী ও জেমকন খুলনা।
দলে কোন নামকরা তারকা না থাকলেও এবারের আসরে দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে চট্টগ্রাম। অনুশীলনেও দারুণ সিরিয়াস সৌম্য-মুস্তাফিজরা। ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে প্রায় ঘণ্টা তিনেক নিজেদের ঝালিয়ে নিয়েছেন সালাউদ্দিন শিষ্যরা।
অন্যদিকে গতকাল ম্যাচ থাকায় ঐচ্ছিক অনুশীলন করবে বেক্সিমকো ঢাকা। ঐচ্ছিক অনুশীলন করেছে রাজশাহীও। তবে আশরাফুল ছাড়া ছিলো না কোন তারকা ক্রিকেটার। রিয়াদ-সাকিববিহীন অনুশীলন করেছে জেমকন খুলনাও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম ম্যাচে খুলনা-রাজশাহীর আর সন্ধ্যায় গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।