পাঁচ বছরের ব্যবধানে গড়ে একশ' পাঁচ দশমিক সাত শতাংশের বেশি নতুন চাকরির সুযোগ তৈরি হয় দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এক ওয়েবিনারে গবেষণা সংস্থা-পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং আর্থিক প্রতিষ্ঠান-আইডিএলসি যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানানো হয়।
গবেষণায় ৭৮২ জন এসএমই উদ্যোক্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে পুরুষ উদ্যোক্তাদের চেয়ে মহিলা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ১৪৬ দশমিক দুই শতাংশ কাজের সুযোগ তৈরী হয়েছে।
এছাড়াও সেবাখাতের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ১৭৪ শতাংশ; আর শিল্পে কর্মসংস্থান হয়েছে ১৩৪ শতাংশ।