বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে কাতার ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ কাতার আর্মি দল। ম্যাচের আগে নিজেদের ফিটনেস এবং স্কিলকে অগ্রাধিকার দিয়ে অনুশীলন শেষ করেছে জামাল ভূঁইয়ারা। জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচ দিয়ে টিম কম্বিনেশন ঠিক করতে চায় ম্যানেজমেন্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আট'টায়।
কাতার মিশনে নামার আগে প্রস্তুতি হতে হবে জম্পেস। অনুশীলনের ফিটনেস ছাড়িয়ে তাই, ম্যাচের জন্য মুখিয়ে পুরো ফুটবল দল। সে লক্ষ্যে প্রথম প্রস্তুতি ম্যাচের জন্য তৈরি হচ্ছেন ফুটবলাররা।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন তারা। এ দিন নিজেদের স্কিল ডেভেলাপমেন্ট নিয়ে বেশি সময় পার করেছেন মামুনুল, জামাল ভূঁইয়ারা। প্রস্তুতি ম্যাচ হলেও ভাল কিছু উপহার দিতে প্রস্তুত ফুটবলাররা।
ফুটবলার রহমত মিয়া বলেন, 'বাংলাদেশ আজকে আমরা মূলত প্রস্তুতি ম্যাচ নিয়ে কাজ করছি। সেট পিস নিয়ে কাজ করেছি। ম্যাচ পরিস্থিতিতে কিভাবে কি করতে হবে, সেগুলো কোচ বুঝিয়ে দিয়েছে। আশা করি জয় দিয়ে মিশন শুরু করতে পারবো।'
আর ছেলেদের প্রস্তুতি নিয়ে খুশি গোলরক্ষক কোচ লেস ক্লেভলিও। এ ম্যাচে হার জিতের চেয়েও টিম কম্বিনেশন তৈরিতেই বেশি মনোযোগ থাকবে ম্যানেজমেন্টের।
সহকারী কোচ লেস ক্লেভলি বলেন, 'বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমার ছেলেরা প্রস্তুত। তবে, এখানে আসার পর থেকে কয়দিন ঘরে আটকে ছিলো সবাই। এতে মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু, এখন সবাই আবার ছন্দে ফিরেছে। আমরা প্রস্তুতি ম্যাচটায় মূলত আমাদের টিম কম্বিনেশন নিয়ে কাজ করবো। এই আবহাওয়ায় সবাই যাতে ফিট থেকে ম্যাচ শেষ করতে পারে সে চেষ্টা করতে হবে।'
তবে জয় দিয়ে প্রাক বাছাইপর্বের মিশন শুরু করতে মরিয়া বাংলাদেশ দল।
দলের মিডিয়া অফিসার হাসান মাহমুদ বলেন, 'আর্মি টিমের ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছেলেরা ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করেছে। সবাই ফিট আছে। আশা তো করছি জয় পাবো।'
দোহা স্টেডিয়ামের পাশে স্পার একাডেমির দুই নাম্বার মাঠে কাতার আর্মি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।