মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পুড়ল দুটি বস্তি। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের পরদিন বিকেলে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের জহুরী মহল্লায় আগুন লাগে। স্থানীয়দের সহায়তা আর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই শতাধিক ঘর।
দাউ দাউ আগুনই জানান দিচ্ছিল ভয়াবহ পরিণামের কথা।
কান্নাই যেন শেষ ঠিকানা। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত তখন আগুনের ঘটনায় দিশেহারা বাসিন্দারা। আগুন কেড়ে নিয়েছে শেষ সম্বল টুকু। সারাদিন কাজ শেষে মাথাগোঁজার ঠাঁই টিন শেডের এই ঘরগুলো এখন ছাই।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে লাগা আগুনে পুড়ে গেছে অসংখ্য ঘর। পুড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের প্রয়োজনীয় সব সামগ্রী।
স্থানীয়দের সহায়তা আর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ঘন্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আসে জহুরী মহল্লার আগুন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের তৎপরতায় আট থেকে দশটি ঘরকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।