চট্টগ্রামে ২টি তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শাহআমানত সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিলুপ্ত প্রজাতির তক্ষক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২টি তক্ষকসহ মনিরুল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী দেলোয়ার নামে আরও একজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তক্ষক দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সিএমপির সহকারী কমিশনার ইয়াসির আরাফাত জানান, বান্দরবান থেকে বিক্রির জন্য তক্ষক দু'টি ঢাকায় আনা হচ্ছিল।